এবার র‌্যাব সদস্যের করোনা, চট্টগ্রামে আরও ৯

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ১১ জন ও লক্ষ্মীপুর জেলার একজন রয়েছেন। চট্টগ্রামে ১১ জনের মধ্যে ৯ জন নতুন শনাক্ত ও বাকি ২ জন পুরাতন রোগী।

ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০০টি নমুনা পরীক্ষার পর চারজনের করোনা শনাক্ত হয়।

সোমবার (২৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, আজ ১০০ নমুনায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১১ জন ও লক্ষ্মীপুর জেলার একজন রয়েছেন।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে নগরের পতেঙ্গায় র‌্যাব-৭ এর এক সদস্য, আগ্রাবাদ ও হালিশহরে ১ জন করে, দামপাড়ায় এক পুলিশ সদস্য, পাহাড়তলী ১ জন, হাটহাজারীর বিএমএ লিংক রোড এলাকায় ১ জন, পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার রয়েছেন। হাটহাজারীর বিএমএ লিংক রোড এলাকায় ১ জন, বোয়ালখালী ১ জন ও মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নে একজন করোনায় শনাক্ত হয়েছেন।

এছাড়া সাতকানিয়ার ২ জন পুরাতন রোগীর আবারও করোনা পজেটিভ এসেছে। বাকি একজন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM