থানচিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে শত শত দোকান

0

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে শত শত দোকান।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছুু জানা যায়নি।

জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে থানচি বাজার আগুন দেখা যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের প্রায় দুইশ’ দোকান পুড়ে যায়। আশপাশে ফায়ার সার্ভিসের ইউনিট না থাকায় সকাল ৮টায়ও কেউ ঘটনাস্থলে যেতে পারেনি। যদিও বান্দরবান শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে ৬টার দিকে থানচির দিকে রওনা হয়।

দ্রুত নেভাতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিশ্চিত করবেন ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM