পদুয়ায় লোহার গ্রিল কেটে চুরি

0

লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে জানালার লোহার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছেে।

রোববার (২৬ এপ্রিল) এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার (২৫ এপ্রিল) কে বা কারা বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় প্রধান শিক্ষকের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় অফিস কক্ষে থাকা আলমিরার ড্রয়ার ভেঙে মূল্যাবান জিনিস ও টাকা নিয়ে যায়।

প্রধান শিক্ষক মাহমুদুর রহমান জয়নিউজকে বলেন, সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষে আসবাবপত্র তছনছ দেখতে পাই। চোরেরা একটি ল্যাপটপ, মডেম ও আলমারীতে রাখা প্রায় ১৭ হাজার টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ জয়নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM