লকডাউনের কারণে আমদানি কমে গেছে খেজুরের

0

আজ শনিবার থেকে মাহে রমজান শুরু। ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নত। রমজানের ইফতারে খেজুর রাখাটাও সুন্নত। খেজুর রুচিবর্ধকও একটি ফল। ইফতারের সময় নানারকম বাহারি ইফতারির পাশাপাশি খেজুরের বেশ কদরও রয়েছে। আবার খেজুরের রয়েছে নানান উপকারিতা। প্রতি রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়।

রিয়াজউদ্দীন বাজারের ফুটপাত থেকে খেজুর কিনছেন এক ক্রেতা

তবে লকডাউনের কারণে এবার পর্যাপ্ত খেজুর আসছে না পাইকারি বাজারে। প্রতিবছর যেভাবে খেজুর আমদানি করা হতো এবার তেমন আমদানি হচ্ছেনা বলে জানিয়েছে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২৫ এ্রপ্রিল) সকালে রিয়াজউদ্দিন বাজার থেকে তোলা ছবি।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM