আবারও কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

0

চারদিকে করোনা আতঙ্কের মধ্যে সুখবর দিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটার।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান।

এর আগে সাকিব তার ফেসবুকে জানিয়েছেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছেন তার কন্যা আলায়না হাসান অব্রি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলায়নার একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন ‘বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’

এবার জানা গেল তার দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার খবর। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×