কাথারিয়ায় দরিদ্রদের খাদ্য সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান

0

বাঁশখালীর কাথারিয়ার ২ হাজার ৭ শ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, এসব ত্রাণের মধ্যে তার নিজস্ব তহবিল থেকে ২ হাজার জনের জন্য ও সরকারি দপ্তর থেকে বাকি ৭শ’ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে।
এরমধ্যে দরিদ্র পরিবার ছাড়াও রয়েছে ১শ’ ২৯ জেলে পরিবার, ১শ’ ২০ কৃষক পরিবার এবং ৬০ জন পরিবহন শ্রমিকও রয়েছে।

কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী জয়নিউজকে বলেন, ইউপি সদস্য ও চৌকিদারদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিত করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বরাদ্দ ও ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সবাইকে দেওয়া হবে। আমার ইউনিয়নে কাউকে না খেয়ে থাকতে দেওয়া হবে না।

জয়নিউজ/উজ্জ্বল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM