মাস্টাররোলে কর্মরতদের চবির সহায়তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোল ও দৈনিক ভিত্তিতে কর্মরত ১শ’৮০ জন কর্মচারীকে ত্রাণ সহায়তা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চবির শেখ কামাল জিমনেশিয়ামে এ সহায়তা বিতরণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

- Advertisement -google news follower

এ সময় প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রেখেই ত্রাণ সহায়তা গ্রহণ করেন। প্রত্যেক কর্মচারীকে ১০ কেজি চাল, এক কেজি করে ডাল পেঁয়াজ, আলু, চিনি, ছোলা ও একটি জীবাণুনাশক সাবান দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ড. শিরীন আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টাররোল ও দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের আর্থিক অনটনের কথা বিবেচনা করে ত্রাণ সহায়তা দিচ্ছে চবি প্রশাসন। চবি পরিবারের কেউ যাতে আর্থিক বা খাদ্যাভাবে কষ্ট না পায় তার জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।

- Advertisement -islamibank

এসময় উপস্থিত ছিলেন চবির প্রক্টর এসএম মুনিরুল হাসান, সহকারী প্রক্টর হানিফ মিয়া, রামেন্দু পাড়িয়াল, আহসানুল কবীর পলাশসহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতারা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM