২০ লাখে বিক্রি সাকিবের ব্যাট, অর্থ যোগ হবে ফাউন্ডেশনে

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাণভোমরা সাকিব আল হাসানের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশি। ওই প্রবাসীর নাম রাজ।

এদিকে সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। এসময় বিশ্বসেরা অলরাউন্ডারও তাকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ যোগ হবে সাকিবেরই ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে করোনাভাইরাসের বিপক্ষে লড়তে থাকা সাধারণ মানুষের জন্য।

এর আগে বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে সাকিবের ব্যাটের নিলাম চলে।

সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM