বায়েজিদে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে অক্সিজেন মোড়ের বিশেষ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. ইব্রাহীম খলিল (৩৫) জেলার বরুরা থানার মৌয়ার্ত্তা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব অক্সিজেন মোড়ে একটি চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। হঠাৎ একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাব সদস্যরা গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। এসময় খলিলের দেখানো মতে গাড়ি সিটের নিচে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে বায়েজীদ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

জয়নিউজ/কামরুল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM