রমজান উপলক্ষে শোভনীয়া ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

0

মাহে রমজান উপলক্ষে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের পক্ষ থেকে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ক্লাব কার্যালয়ের সামনে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- চাল, ছোলা, তেল, চিনি, মসুর ডাল, চিনি, পেঁয়াজ, আলু, ৩টি সাবান ও টমেটো।

এ সময় ক্লাবের সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটনের পরিচালনায় এক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি উপস্থিত থেকে এলাকাবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা অফিসার ইর্নচাজ এসএম ফজলে রহমান ফারুকী, ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল, সমাজের সভাপতি কাজী নূর হোসেন দুলাল, মো. আলমগীর আবদুল আজিজ, মহসিন সাজু, মহসিন আলী বাদশা, তারেক হাসান টুটুল, নুর জাহেদ,বাবলু, আলোউদ্দীন ভূঁইয়া ও হোসেন ইমন প্রমুখ।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM