৬ লক্ষাধিক রোগীর করোনা জয়

0

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ এই ভাইরাসের হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ২৪ লাখ ৬ হাজার ৯১০ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৬৫ হাজার ৫৯ জনের।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ১৭ হাজার ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬ লাখ ২৪ হাজার ৮২৮ জন। এদের মধ্যে ১৫ লাখ ৭০ হাজার ৬১০ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও এবং ৫৪ হাজার ২১৮ জনের অবস্থা গুরুতর।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM