কক্সবাজারে ৪ জনের করোনা শনাক্ত

0

কক্সবাজারে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ও অন্যদের বাড়ি মহেশখালী উপজেলায়।

রোববার (১৯ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬৩ জনের নমুনা পরীক্ষা করা শেষ হয়েছে। তাদের মধ্যে চারজনের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। আর এখনো ১০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

তিনি আরো জানান, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচ ব্যক্তির করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়নিউজ/শামীম/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM