বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

0

বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে নগরের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফ্রাঙ্ক গার্মেন্টসের শ্রমিকরা।

শনিবার (১৮ এপ্রিল) নগরের আগ্রাবাদ মোড় এলাকায় সড়ক অবরোধ করে এসব শ্রমিকরা।

এসময় তারা জানান, ঠিক সময়ে আমাদের বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ সরকারের সিদ্ধান্ত অমান্য করে আমাদের বেতন আটকে রেখেছে। আমরা এখনও বাসা ভাড়া দিতে পারিনি।

রাস্তায় বসে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা

এছাড়া বকেয়া টাকার জন্য বার বার বিরক্ত করছে দোকানদার। এখন এমন পরিস্থিতিতে দোকানে বাকিও দিচ্ছে না।  এসময় কান্নাজড়িত কণ্ঠে এক গার্মেন্টস শ্রমিক বলেন, আমাদের ছেলে-মেয়েরা তো খাবারের অভাবে না খেয়ে মারা যাবে। এ অবস্থায় আমরা কোথায় যাবো ?

ছবিটি শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তোলা।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM