রামুতে ঘরে ঘরে সেনানিবাসের চিকিৎসা সহায়তা

করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অসহায়দের খাদ্যসামগ্রী এবং চিকিৎসা সহায়তা দিচ্ছেন রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।

- Advertisement -

করোনা পরিস্থিতির কারণে কক্সবাজারের সাধারণ মানুষের আয় প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। লকডাউনের কারণেও সাধারণ মানুষ ঘরের বাইরে যেতে পারছে না। এমন পরিস্থিতে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ, চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অসহায় মানুষগুলো কৃতজ্ঞাতা জানিয়েছে সেনা সদস্যদের।

- Advertisement -google news follower
রামুতে ঘরে ঘরে সেনানিবাসের চিকিৎসা সহায়তা
পঙ্গু এক দরিদ্রকে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন সেনাবাহিনী

এ দুর্যোগ পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার জন্য দরিদ্ররা সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান।

জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) সকালে কোনো ঘোষণা ছাড়াই চাল, ডাল, আটা, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে কর্মহীন ও দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে উপস্থিত হন সেনাসদস্যরা।
এ সময় সেনাসদস্যরা সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে জানান।

জয়নিউজ/খালেদ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM