প্রধানমন্ত্রীর উপহার পেলেন হাওরের কৃষকরা

কৃষকদের দ্রুত ফসল ঘরে তুলতে ৩৩টি হার্ভেষ্টার মেশিন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জের ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আবাদ করা বোরো ধান কাটতে এই বরাদ্দ দেওয়া হয়েছে।

- Advertisement -

জানা গেছে, এ বছর সুনামগঞ্জের হাওরগুলোতে বোরো ধানের ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে প্রধামন্ত্রীর পক্ষ থেকে ধান ঘরে তুলতে হাওরবাসীর জন্য সনাতন পদ্ধতির বাইরে ভর্তুকি দিয়ে যাত্রী সেবা ব্যাপকভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

এই নির্দেশের পর সুনামগঞ্জ উপজেলার সব হাওড়ের ধান কাটছে হারভেস্টার মেশিন বিভাগ। ইতোমধ্যে ১৬টি মেশিন মাঠে ধান কাটার কাজে লাগানো হয়েছে, বাকি মেশিনগুলো দ্রুতসময়ে কাজে নামবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

হাওরের ধান কাটা তদারকি করছেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া হাওরের কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো হারভেস্টার মেশিন সুনামগঞ্জে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM