নগরে বৃষ্টি: প্রভাব ফেলবে করোনায়

0

স্বস্তির এক বৃষ্টি হয়েছে নগরে। অল্প সময়ের জন্য হলেও বেশ ভারী বৃষ্টিই হয়েছে। এ অবস্থায় জনমনে কৌতুহল- স্বস্তির এ বৃষ্টিতে কি করোনা কমবে?

বিজ্ঞানীদের কাছে করোনা নতুন এক ভাইরাস। এর অনেক তথ্যই এখনো অজানা। সাধারণত আর্দ্রতা বেশি থাকলে ভাইরাস কম ছড়ায়। সেই হিসেবে বৃষ্টিতে সংক্রমণের হার অবশ্যই কমবে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস।

বিশেষজ্ঞদের মতে, করোনাআক্রান্ত কেউ হাঁচি-কাশি দিলে সেটা রাস্তায় পরে। ভারী বৃষ্টি হলে সেগুলো ভেসে যায়।

তাঁরা বলছেন, নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এর মতো ভাইরাসগুলো বাতাসে আর্দ্রতা বেশি থাকলে একটু কম ছড়ায়। বৃষ্টি হলে যেহেতু আর্দ্রতা বাড়ে তাই সংক্রমণের পরিমাণ একটু হলে কমবে।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM