চট্টগ্রামে আসছে করোনা শনাক্তের কিট

0

অবশেষে চট্টগ্রামের পথে রওনা হয়েছে করোনা পরীক্ষার ২ হাজার কিট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের মধ্যেই আইইডিসিআর থেকে এসব কিট ফৌজদারহাটের বিআইটিআইডিতে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান বলেন, ২ হাজার কিট চট্টগ্রামে আসার পথে। রাতের মধ্যেই সেই কিট এসে পৌঁছালে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে তা দিয়ে পরীক্ষা করা যাবে।

তিনি জানান, গত মঙ্গলবার আইইডিসিআর থেকে ৯৬০টি পিসিআর কিট পাঠানো হয়েছিল। কিন্তু এসব কিটের সঙ্গে ভুলে রিঅ্যাজেন্ট (পরীক্ষা করার উপাদান) পাঠানো হয়নি। আজকে আইইডিসিআর থেকে নতুন ২ হাজার কিটের প্যাকেট পাঠানো হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM