রাউজানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ

0

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও শ্রমজীবী মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পাহাড়তলী ইউনিয়নের হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, পাহাড়তলী ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও শ্রমজীবীদের জন্য সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৮২ মেট্রিক টন ৫০০ কেজি চাল আসে। রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের বিতরণের জন্য এসব চাল দেওয়া হয়।

জয়নিউজ/শফিউল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM