বান্দরবানে প্রথম করোনা রোগী শনাক্ত

0

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী পুরুষ, তার বয়স ৫২।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জয়নিউজকে নিশ্চিত করেছেন। একইদিন মোট ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা জানান, বান্দরবান জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট ৪১ জনের নমুনা পরীক্ষায় একজন পজেটিভ, বাকীগুলো নেগেটিভ এসেছে।

করোনা আক্রান্ত রোগী বর্তমানে কমেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

জয়নিউজ/আলাউদ্দিন/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM