অনির্দিষ্টকালের জন্য সাতকানিয়া লকডাউন

0

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতকানিয়া উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া শুরু করেছে।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, করোনাভাইরাস দ্রুত সংক্রমিত হওয়ায় সাতকানিয়া উপজেলা লকডাউন করতে নির্দেশ দিয়েছেন ডিসি স্যার। স্যারের নির্দেশে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়ন করতে বৈঠক করছে। বৈঠকের পর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM