ডিজিটালভাবে নতুন বছরকে বরণে বোধন

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ডিজিটালভাবে বর্ষবরণের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বোধন আবৃত্তি স্কুল’ পেইজে মঙ্গলবার (১৪ এপ্রিল) সারাদিন থাকবে আবৃত্তি আয়োজন।

‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’- শিরোনামে এতে অংশ নেবেন বোধনের প্রায় শতাধিক আবৃত্তিশিল্পী। একক ও বৃন্দ আবৃত্তিতে বড়দের পাশাপাশি অংশ নেবেন শিশু আবৃত্তিশিল্পীরাও।

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার জানান, দুঃখজনকভাবে করোনাভাইরাসের কারণে এবার নববর্ষের কোনো আয়োজন হচ্ছে না। কিন্তু বোধন মনে করেছে, বাঙালির বর্ষবরণের এ উৎসব বিগত বছরগুলোতে বাঙালি সংস্কৃতিকে জাগিয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতা ধরে রাখতে বোধন এবার ডিজিটালভাবেই বর্ষবরণের উদ্যোগ নিয়েছে।

পরিষদের সাধারণ সম্পাদক এসএম আবদুল আজিজ ইতোমধ্যে পুরো অনুষ্ঠান ডিজিটালভাবে রেকর্ড করা হয়েছে বলে জানান।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM