৭০ বস্তা চাল জব্দ, ছাত্রলীগ সভাপতি পলাতক

0

খাগড়াছড়ির দীঘিনালায় মেরং বাজার থেকে  সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) এসব চাল জব্দ করা হয়।

এসময় অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করার অপরাধে দেলোয়ার হোসেন দুলুকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে চালের ডিলার ও মেরং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উল্ল্যাহ জয়নিউজকে বলেন, নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় নিযুক্ত ডিলার জহির উদ্দিন ১০ টাকা মূল্যের চাল বিতরণ না করে তা কালোবাজারে বিক্রি করে দেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে মেরুং বাজারে অভিযান চালিয়ে ৭০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ২ হাজার ১শ’ কেজি। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাদি হয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM