চট্টগ্রামে শিশুসহ আরও ৬ জন করোনায় শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও ৬ জন করোনা রোগী শনাক্ত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)। এদের মধ্যে ৫ জন চট্টগ্রামের, একজন লক্ষীপুরের।

রোববার (১২ এপ্রিল) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার।

তিনি বলেন, আজ ৯৬ জনের নমুনায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৫ আর লক্ষ্মীপুরের একজন। এছাড়া আক্রান্তদের মধ্যে পটিয়ার ৬ বছরের এক শিশু রয়েছে।

তিনি আরো বলেন, বাকিগুলোর মধ্যে একজন দামপাড়া এলাকার, একজন ফৌজদারহাট এলাকার, দুজন সাতকানিয়ার ও একজন লক্ষ্মীপুরের। এখন ঠিকানা নিয়ে বাড়ি লকডাউন করার কাজ শুরু করবে জেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ।

জয়নিউজ/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM