চট্টগ্রামে ৭৯ নমুনায় তিন করোনা রোগী শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৯ নমুনায় আরও তিনজন করোনা রোগী শনাক্ত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি)। আক্রান্তরা সবাই পুরুষ।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহারিয়ার।

তিনি বলেন, আজ ৭৯ জনের নমুনায় তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার বাসিন্দা (৫০)। অপরজন সাতকানিয়া উপজেলার আলীনগরের ইছামতি এলাকার বাসিন্দা (৬৯), তিনি দুই থেকে তিনদিন আগে মারা গেছেন। করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এছাড়া অন্যজন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির বাসিন্দা (৩২)। আক্রান্তরা সবাই পুরুষ।

তিনি বলেন, লক্ষীপুরের যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তিনি রামগঞ্জে থাকেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM