চট্টগ্রামে আরও ২ করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের একজনের বয়স ৩৫ ও অন্যজনের বয়স ৫০ বছর। উভয়ই পুরুষ, তারা ব্যবসায়ী। আক্রান্তরা যথাক্রমে নগরের আকবরশাহ থানাধীন ইস্পাহানী গোলপাহাড় ও ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা।

- Advertisement -

শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ৯৪ জনের নমুনা পরীক্ষা করে দুজন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এদের একজনের বয়স ৩৫, অপরজনের বয়স ৫০। দুজনই পেশায় ব্যবসায়ী। তাদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।

- Advertisement -google news follower

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার বলেন, করোনায় শনাক্ত হওয়ায় দুজনের বাসস্থান লকডাউন করা হচ্ছে। এই দুজনের সঙ্গে যাদের যোগাযোগ ছিল তাদের তালিকা করা হচ্ছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হবে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চটগ্রামে ৫১৪টি নমুনা পরীক্ষা করে মোট ৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত করেছে বিআইটিআইডি।

- Advertisement -islamibank

জয়নিউজ/এসআই

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM