শহর থেকে পালিয়ে এসেও রেহাই পেলেন না!

লোহাগাড়ার সদর ইউনিয়নের রশিদেরপাড়ায় এক বাড়িকে লকডাউনের আওতায় এনেছেন উপজেলা প্রশাসন।

- Advertisement -

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মো. ইদ্রিসের বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া আশপাশের প্রতিবেশীদের ওই বাড়িতে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

- Advertisement -google news follower

জানা যায়, ইদ্রিস চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়িটি কিছুদিন আগে স্থানীয় প্রশাসন লকডাউন করেন। গত দুইদিন আগে ওই ভাড়া বাড়ি থেকে পালিয়ে তারা নিজ বাড়ি লোহাগাড়ায় চলে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জয়নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইদ্রিচের বাড়ি লকডাউন করা হয়েছে। আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারেইন্টানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় লোহাগাড়ার পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM