করোনা সংক্রমণ রোধে মেয়র নাছিরের উদ্যোগে মিলাদ মাহফিল

বিশ্বব্যাপি করোনাভাইরাস সংক্রমণ রোধে আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে কোরআন শরীফ, বোখারী শরীফ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সোমবার (৬ এপ্রিল) সকালে কেবি আবদুস সাত্তার মিলনায়তনে সিটি মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

মাহফিলে অংশগ্রহণ করেন মুফতি কাজী আবদুল ওয়াজেদ, শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলায়মান আনসারি, লেখক ও গবেষক আল্লামা এমএ মান্নান, উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা
ইসমাইল নোমানী, উপাধ্যক্ষ আল্লামা মারেফাতুন্নুর, ড. আল্লামা জালাল উদ্দিন আল আজহারী ও ড. আনোয়ারসহ নগরের দ্বীনী প্রতিষ্ঠানের অর্ধশতাধিক আলেম, ওলামা মহাদ্দীস, মুফাছির ও ফকিহ্গরা।

এতে মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজী আবদুল ওয়াজেদ(মজিআ) এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিচালক মাওলানা মো. হারুনুর রশিদ চৌধুরী।

- Advertisement -islamibank

এছাড়া দেশে নোভেল করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে নগরবাসীকে নিজ নিজ বাসা/বাড়িতে
অবস্থান করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন মেয়র নাছির।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM