৩ হাজার শ্রমজীবীর পাশে ধলই ইউপি চেয়ারম্যান

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উদ্বুধ পরিস্থিতিতে ধলই ইউনিয়নের কর্মহীন, শ্রমজীবী ও অসহায় তিন হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হাটহাজারীর ধলই ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপি।

- Advertisement -

রোববার (৫ এপ্রিল) সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন তিনি।

- Advertisement -google news follower

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্লাহসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও ইউপি সদস্যরা।

- Advertisement -islamibank

ত্রাণ বিতরণকালে আলমগীর জামান বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করেছে। সরকার চেষ্টা করছে এ পরিস্থিতি মোকাবেলায় মানুষের পাশে থাকতে। কিন্তু সরকার একার পক্ষে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। সমাজের যারা বিত্তবান আছে তাদের এগিয়ে আসতে হবে। সরকার যেসব ত্রাণ সামগ্রী দিয়েছে তার পাশাপাশি আমি ব্যক্তিগত পক্ষ থেকে ৩ হাজার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM