সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

0

করোনা পরিস্থিতিতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ থেকে পাঁচশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (৫ এপ্রিল) নগরের কোতোয়ালি, বাকলিয়া ও খুলশী থানায় এসব বিতরণ করা হয়।

ক্রীড়া সংগঠক ও দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী বলেন, দেশের ক্রান্তিকালে মানুষের সেবা ও খেদমতে অসহায় জনসমাজের মানবিক দায়িত্ব নিয়ে সম্ভাব্য সকল পন্থায় মানবতার খেদমতে নিরবচ্ছিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে এ ট্রাস্ট।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দীন, প্রকল্প পরিচালনা পরিষদের সহসভাপতি কাজী শাহরিয়ার মাহমুদ (মনির), সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহসম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন প্রমুখ।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM