কর্মহীন ১৫ ভাড়াটিয়ার মার্চের ভাড়া মওকুফ

লোহাগাড়ায় ১৫ কর্মহীন শ্রমজীবী মানুষের মার্চ মাসের বাড়িভাড়া মওকুফ করলেন বাড়ির মালিক পদুয়ার ব্যবসায়ী নুরুল কবির।

- Advertisement -

এতে বর্তমান লকডাউন পরিস্থিতিতে কিছুটা কষ্ট লাঘব হয়েছে বলে মনে করছেন প্রায় ১৫ শ্রমজীবীর পরিবার। পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি এপ্রিল মাসের বাড়ি ভাড়াও নিবেন না বলে জানিয়েছেন ওই মালিক।

- Advertisement -google news follower

জানা যায়, ব্যবসায়ী নুরুল কবিরের নিজস্ব কলোনিতে প্রায় ১৫ পরিবার বসবাস করে। এরা প্রত্যেকে স্বল্প বেতনে চাকরি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন।

এ ব্যাপারে ভাড়াটিয়া রিয়াজ মাঝি জয়নিউজকে বলেন, প্রায় এক মাস ধরে কোনো কাজ-কর্ম করতে পারছি না। আয় বলতে গেলে কিছুই নেই। বাজারে জিনিসপত্রের দামও বেশী। এ অবস্থায় বাড়ির মালিক নুরুল কবির আমাদের বাড়িভাড়া মওকুফ করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

- Advertisement -islamibank

নুরুল কবির জয়নিউজকে বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবীরা মারাত্মক আর্থিক সংকটে আছে। এ সময়ে প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। অন্য বাড়ির মালিকদেরও এ দুঃসময়ে ভাড়াটিয়ার প্রতি মানবিক হওয়ার জন্য তিনি আবেদন জানান।

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী ব্যবসায়ী নুরুল কবিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে প্রত্যেক বিত্তশালীর উচিত অসহায় মানুষকে সাহায্য করা।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM