কর্মহীন ১৫ ভাড়াটিয়ার মার্চের ভাড়া মওকুফ

0

লোহাগাড়ায় ১৫ কর্মহীন শ্রমজীবী মানুষের মার্চ মাসের বাড়িভাড়া মওকুফ করলেন বাড়ির মালিক পদুয়ার ব্যবসায়ী নুরুল কবির।

এতে বর্তমান লকডাউন পরিস্থিতিতে কিছুটা কষ্ট লাঘব হয়েছে বলে মনে করছেন প্রায় ১৫ শ্রমজীবীর পরিবার। পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি এপ্রিল মাসের বাড়ি ভাড়াও নিবেন না বলে জানিয়েছেন ওই মালিক।

জানা যায়, ব্যবসায়ী নুরুল কবিরের নিজস্ব কলোনিতে প্রায় ১৫ পরিবার বসবাস করে। এরা প্রত্যেকে স্বল্প বেতনে চাকরি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন।

এ ব্যাপারে ভাড়াটিয়া রিয়াজ মাঝি জয়নিউজকে বলেন, প্রায় এক মাস ধরে কোনো কাজ-কর্ম করতে পারছি না। আয় বলতে গেলে কিছুই নেই। বাজারে জিনিসপত্রের দামও বেশী। এ অবস্থায় বাড়ির মালিক নুরুল কবির আমাদের বাড়িভাড়া মওকুফ করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

নুরুল কবির জয়নিউজকে বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবীরা মারাত্মক আর্থিক সংকটে আছে। এ সময়ে প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। অন্য বাড়ির মালিকদেরও এ দুঃসময়ে ভাড়াটিয়ার প্রতি মানবিক হওয়ার জন্য তিনি আবেদন জানান।

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী ব্যবসায়ী নুরুল কবিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে প্রত্যেক বিত্তশালীর উচিত অসহায় মানুষকে সাহায্য করা।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM