শবে বরাত-নববর্ষ ঘরে পালন করুন: প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতিতে সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জনসমাগম করে নববর্ষ পালন না করতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পবিত্র শবে বরাত নিজ নিজ ঘরে বসে পালনের আহ্বান জানান তিনি।

- Advertisement -

রোববার (৫ এপ্রিল) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রী বলেন, সামনে আমাদের বাংলা নতুন বছর। এদিন আপনারা ঘরে বসে উদযাপন করুন। সবকিছু মিডিয়ার মাধ্যমে হবে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও হতে পারে।

আরো পড়ুন: ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

- Advertisement -islamibank

তিনি বলেন, এরমধ্যে আমাদের শবে বরাত আছে। সবাই ঘরে বসে দোয়া করুন, যেন মহান আল্লাহ আমাদের বরাত ভালো রাখেন। দেশের মানুষ যেন এগিয়ে যেতে পারে। এ মহামারি থেকে যেন বিশ্ববাসী রক্ষা পায়।

‘ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মনীতি মেনে চলুন সেটাই আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন।’

আরো পড়ুন: কোন খাতে কত প্রণোদনা

প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল আমাদের বাংলা নববর্ষ শুরু, এ নববর্ষ সবাই ঘরে বসে উদযাপন করেন নিজের মতো করে। সেখানে আপনারা অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা উদযাপন করতে পারেন। আমাদের নববর্ষের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিডিয়ার মাধ্যমেই হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের আর্থিক খাতকে সচল রাখতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা করেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM