‘সব অফিস বন্ধ, সেখানে কীভাবে গার্মেন্টস কারখানা খোলা’

ঢাকামুখী মানুষের ঢল থামাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

- Advertisement -

তিনি বলেন, নতুন করে আর কাউকে রাজধানীতে ঢুকতে না দিতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পোশাক শ্রমিকদের বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দিতে বিজিএমইএকে বলা হয়েছে। যেখানে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ সেখানে কীভাবে গার্মেন্টস কারখানা খোলা হলো?

- Advertisement -google news follower

শনিবার (৪ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে শনিবার থেকে গার্মেন্টস কারখানা খোলা থাকায় গত দুদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে গার্মেন্টসকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। মাওয়া, দৌলতদিয়া-পাটুরিয়া নৌঘাটসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড়। এদের নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM