কোয়ারেন্টাইন পালনকারীদের সিএমপির সনদ

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নগরে যারা সরকারি নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন তাদের সনদ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিদেশফেরতদেরও এ সনদ দেওয়া হয়।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সনদ বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

কোয়ারেন্টাইন পালনকারীদের সিএমপির সনদ

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

- Advertisement -islamibank

তিনি নগরের ১৬ থানায় ১০জন করে ১শ’ ৬০জন হোম কোয়ারেন্টাইন সম্পন্নকারী ব্যক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

কোয়ারেন্টাইন পালনকারীদের সিএমপির সনদ

উল্লেখ্য, এ সনদগুলো ইতোমধ্যে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করবেন প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে সনদ তুলে দিবেন।

এছাড়া জর্ডান থেকে প্রশিক্ষণ শেষে ফিরে আসা সিএমপির ২৫জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইন সম্পন্ন করায় পুলিশ কমিশনার তাদের হাতে এ সনদপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM