চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

0

নগরের দামপাড়া এলাকার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

শুক্রবার (৩ এপ্রিল) জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি পুরুষ, তার বয়স ৬৭ বছর। তবে তিনি বিদেশফেরত নন।

তিনি আরো বলেন, করোনা আক্রান্ত রোগীর আগে থেকে অ্যাজমা ও ডায়াবেটিসের সমস্যা ছিল। তিনি দামপাড়া এলাকার বাসিন্দা। তাকে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×