১৪১ জনে আক্রান্ত ২, মৃত্যু নেই

0

দেশে করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত ৫৬ জন। নতুন ৫ জনসহ আইসোলেশনে আছেন ৭৮ জন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধদিপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত কারো মৃত্যু হয়নি। যে দু’জন নতুন আক্রান্ত হয়েছেন তারা পুরুষ। তাদের একজনের বয়স ২০ থেকে ৪০, অন্যজনের ৭০ থেকে ৮০। তবে তাদের সংক্রমণের উৎস এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি নমুনা সংগ্রহ করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জয়নিউজ

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM