বিআইটিআইডিতে চিকিৎসাধীন নারীর মৃত্যু, সন্দেহ করোনা

0

সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। তার শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল বলে জানায় চিকিৎসকেরা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া।

তিনি বলেন, ওই নারী শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সকালে তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না, সেটা প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানান সিভিল সার্জন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM