ভারতীয় মিশন-প্রধানদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ভারতীয় দূতাবাস এবং হাইকমিশনের প্রধানদের সঙ্গে একটি ভিডিও সম্মেলন করেছেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি সম্পর্কে প্রতিক্রিয়া আলোচনার জন্য সোমবার (৩০ মার্চ) বিকালে প্রথমবারের মত ভারতীয় মিশনসমূহের এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হল।
সম্মেলনে মোদি উল্লেখ করেন যে, অস্বাভাবিক সময়ে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয়। যে কারণেই এই বিশ্বায়নের যুগেও বিশ্বের বেশিরভাগ অংশই নিজেদের আলাদা করে রেখেছে। এ মহামারি মোকাবেলার জন্য এই পদক্ষেপ অনিবার্য হলেও এর চূড়ান্ত পরিণতিও এসেছে। কারণ বিশ্বব্যবস্থা থমকে যাওয়ার ফলে আন্তর্জাতিক পরিবহণ ব্যবস্থা, বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব পড়েছে।

- Advertisement -

তিনি বলেন, ভারত এ সংক্রমণটি আমদানির ঝুঁকি কমাতে এবং পরবর্তীতে বৃহত্তর প্রাদুর্ভাব রোধে জানুয়ারির মাঝামাঝি সময়েই অভূতপূর্ব এবং দ্রুত প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল। এরমধ্যে রয়েছে ভারত কর্তৃক বাস্তবায়িত বিশ্বের বৃহত্তম সঙ্গনিরোধ এবং বন্ধ কর্মসূচি।

- Advertisement -google news follower

ভারতের প্রধানমন্ত্রী মহামারি সঙ্কটের কয়েকটি কেন্দ্রবিন্দুতে আটকা পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রয়াসের জন্য মিশন প্রধানদের প্রশংসা করেন। তিনি তাদের পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় বেইজিং, ওয়াশিংটন ডিসি, তেহরান, রোম, বার্লিন, কাঠমান্ডু, আবুধাবি, কাবুল, মালে এবং সিওল এ দশটি মিশনের প্রধানরা প্রধানমন্ত্রী এবং বাকি শ্রোতাদের কাছে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তারা নিজেদের কর্মস্থলের দেশগুলোতে এই মহামারি মোকাবেলার জন্য ভারত কর্তৃক গৃহীত দৃঢ় পদক্ষেপগুলোর প্রশংসামূলক প্রতিক্রিয়াসমূহ তুলে ধরেন।

- Advertisement -islamibank

মিশন প্রধানরা বিদেশে আটকা পড়া ভারতীয়দের, বিশেষত শিক্ষার্থী ও কর্মীদের সহায়তার জন্য তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তারা এ মহামারি মোকাবেলায় ভারতের নিজস্ব জাতীয় প্রচেষ্টাতে সহায়তা করতে পারে এমন ওষুধ, চিকিৎসা, যন্ত্র, প্রযুক্তি, গবেষণা এবং অন্যান্য পদক্ষেপগুলি শনাক্ত করার প্রচেষ্টা সম্পর্কেও জানান।

এছাড়াও মিশন প্রধানরা কোভিড-১৯ এর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অন্যান্য দেশ থেকে প্রাপ্ত শিক্ষা এবং তাদের সেরা পদক্ষেপগুলো সম্পর্কেও জানান।

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের উদ্যোগে গঠিত সার্ক বিশেষ তহবিলের মাধ্যমে সেসব দেশগুলির গৃহীত ব্যবস্থায় সহায়তামূলক পদক্ষেপগুলো তুলে ধরেন সংশ্লিষ্ট মিশন প্রধানরা। মিশন প্রধানরা তাদের কাজে ভারতের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে নরেন্দ্র মোদি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, ভারতের মিশনগুলি দেশ থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পুরোপুরি অংশগ্রহণ করছে। তিনি জাতির ভবিষ্যৎ রক্ষা করতে সমস্ত ভারতীয় নাগরিকের ঐক্য ও সতর্কতার প্রতি জোর দেন।
জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM