করোনা: সাবানজলে ফুলকপি-বাঁধাকপি, টাকায় গরম ইস্ত্রি

0

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। গুগলজুড়ে এখন করোনা সম্পর্কে জানতেই যত সার্চ।

করোনামুক্ত থাকতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে। তাতে মারা পড়বে করোনাভাইরাস।

এই পরামর্শকে নিজের মতো কাজে লাগিয়ে বাজার থেকে আসা সবজিকেও জীবাণুমুক্ত করার চেষ্টা চালালেন এক নারী। ইভি ল্যাঙ্কাস্টার নামে এক নারী টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, তাঁর মা কীভাবে সুপারমার্কেট থেকে আসা জিনসপত্র করোনামুক্ত করছেন।

ছবিতে দেখা যাচ্ছে, একটি বাথটবে সাবানজলের মধ্যে অন্যান্য প্যাকেটবন্দি জিনিসপত্রের সঙ্গে ফেলে রাখা হয়েছে ফুলকপি-বাঁধাকপি-টমেটো।

এই ছবি পোস্ট হওয়ার পর অনেক নেটাগরিক ইভিকে স্মরণ করিয়ে দিয়েছেন সাবান পেটে গেলে কতটা বিপদ হতে পারে।

এদিকে আরেক নেটাগরিক একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁর মা করোনামুক্ত করতে টাকার উপর চালাচ্ছেন গরম ইস্ত্রি!

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM