লক্ষ্মীপুরে শ্রমজীবীরা পেল খাদ্য সহায়তা

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে হতদরিদ্র মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

- Advertisement -google news follower

এসময় করোনা সংক্রমণ এড়াতে ত্রাণ সহায়তা নিতে মানুষদের বসানো হয় নির্দিষ্ট দূরত্বে। প্রতিজনকে দেওয়া হয় ১০ কেজি চাল, দুই কেজি আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমন এড়িয়ে চলতে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে  ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে ১০০ মেট্রিকটন চাল ও নগদ ৭ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।এছাড়া আরো ৫০০ মেট্রিক টন চাল বরাদ্ধ চাওয়া হয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/মনির/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM