সদরঘাটে নবজাতককে উদ্ধার করল পুলিশ

0

নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরী রোডের পাশে ডাস্টবিন থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতককে উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী জানান, সকালে একটি ছেলে নবজাতককে ডাস্টবিনে দেখতে পায়। এরপর স্থানীয়রা থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মেমন হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ছেলেটির অভিভাবক খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

জয়নিউজ/কামরুল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM