করোনা: এক সপ্তাহেই চীনের মতো হাসপাতাল, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা

0

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত হয়েছিল লেইশেনশান হাসপাতাল। এমনই এক হাসপাতাল নির্মিত হচ্ছে বাংলাদেশে। রাজধানী ঢাকায় ব্যক্তি উদ্যোগে নির্মিত এ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবে করোনা আক্রান্ত রোগীরা।

ঢাকার তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি হচ্ছে। এটি তৈরি করছেন করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন।

আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ শেষ হবে। পরের সপ্তাহে বসানো হবে চিকিৎসা সরঞ্জাম।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM