করোনা মোকাবেলায় র‌্যাবের প্রচারণা

বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। তাই সম্মিলিত প্রচেষ্টায় সকলে সর্বাত্মক চেষ্টা করছে এ ভাইরাসকে রুখে দিতে। ব্যতিক্রম নেই বাংলদেশও। সরকারের পাশাপাশি সচেতনমহল থেকে শুরু করে সবাই সবার সাধ্যমত করোনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসছে।

- Advertisement -

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ মার্চ) নগরে করোনা সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে র‌্যাব-৭।

- Advertisement -google news follower

শুক্রবার নগরের এয়ারপোর্ট, পতেঙ্গা, হালিশহর, ইপিজেড, আগ্রাবাদ ও জিইসি এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সচেতনতামূলক প্রচারণা করা হয়। র‌্যাবের তিনটি মাঝারি পিকআপ ও চারটি মোটরসাইকেলে করে প্রচারণা চালানো হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জয়নিউজকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে সচেতন করতেই আমরা র‌্যাবের পক্ষ থেকে এ প্রচারণা চালানো হচ্ছে। সাধারণ জনগণ সচেতন থেকে নিজেদের নিরাপদ রাখলে আমাদের প্রচারণা সফল হবে। আমরা চায় করোনা পরিস্থিতি থেকে দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে। জনস্বার্থে  র‌্যাব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

- Advertisement -islamibank

জয়নিউজ/কামরুল/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM