পুলিশের গাড়ি থামতেই দৌড়ে পালালো কিশোরের দল

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। সকাল থেকেই নগরে এ নির্দেশনা পালন করছে প্রায় সবাই।

- Advertisement -

মার্কেটের পাশাপাশি রাস্তার সব দোনানপাট বন্ধ। শুধু ওষুধের দোকান, হাতে গোনা কয়েকটি মুদি দোকান খোলা দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িকে দেখা গেছে রাজপথে টহল দিতে।

- Advertisement -google news follower

এদিকে সবাই ঘরে থাকলেও কিছু কিশোরকে দেখা গেছে গলির মুখে আড্ডা দিতে। বেলা ১২টার দিকে নগরের মোমিন রোডের মেথর পট্টির গলির মুখে আড্ডা জমিয়েছিল কয়েকজন কিশোর। এক কিশোরতো ক্রিকেট ব্যাট আর বল হাতে রাস্তায় এসে পড়েছিল।

তবে ওই কিশোরদের আড্ডাটা বেশিক্ষণ জমতে পারেনি। ১২টা ১০ মিনিটের দিকে এসে উপস্থিত পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি দেখেও কিশোররা গলির মুখে বসে ছিল। তাদের ধারনা ছিল রাজপথে টহল দেওয়া পুলিশের গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে যাবে।

- Advertisement -islamibank

কিশোরদের সেই ধারণাটা ভুল ছিল। পুলিশের গাড়ি থামতেই তাদের আর বোঝার কিছু বাকি ছিল না। পড়িমড়ি করে পালালো কিশোরের দল। একইসঙ্গে পুলিশ সতর্ক করে দিল গলির পাশে খোলা থাকা মুদি দোকানিকেও।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM