সোহেল হত্যা মামলার আসামী শামীম অস্ত্রসহ গ্রেফতার

0

জয়নিউজবিডি ডেস্ক : নগরে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে আলোচিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাছিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামী শামীম আজাদ। এ সময় তৌহিদুল ইসলাম নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগজিন।

শুক্রবার (২৭ জুলাই) সিটি গেট এলাকায় আকবর শাহ থানা পুলিশের চেক পোস্টে তল্লাশির সময় তারা গ্রেফতার হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম আজাদ সোহেল হত্যা মামলার আসামী।

আকবর শাহ থানা পুলিশের পরিদর্শক জসিম উদ্দিন জয়নিউজবিডিকে বলেন, দুই যুবক মোটরসাইকেল যোগে নগর থেকে মিরসরাইয়ের দিকে যাচ্ছিল। সিটি গেট এলাকায় চেক পোস্টে তাদের তল্লাশির সময় ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগজিন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM