করোনা: সেই সিভিল সার্জনকে ওএসডি

0

ব্রাহ্মণবাড়ির সেই সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। করোনা আতঙ্কের মাঝেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে দেওয়ায় তাঁকে ওএসডি করা হয়।

রোববার (২২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। ডা. শাহ আলমকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে নেওয়া হয়েছে।

গত ২০ মার্চ জনসমাগম ঘটিয়ে দন্ত চিকিৎসক মেয়ে শাননিন আলম মমোর বিয়ে দেন ওই সিভিল সার্জন। সরকারি বাসভবনেই তিনি অনুষ্ঠানের আয়োজন করেন। যাতে অতিথি ছিলেন অন্তত তিনশ’ জন।

জয়নিউজ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM