রাউজানে করোনা চিকিৎসায় ২৮ শয্যার দুই ওয়ার্ড প্রস্তুত

রাউজানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দুই হাসপাতালে ২৮ শয্যার দুটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

- Advertisement -

জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার এক লাখ লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুদাবী, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইনে ও ইতালী, আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ও লন্ডনে রয়েছে।

- Advertisement -google news follower

রাউজানে এপর্যন্ত যেসব প্রবাসী দেশে ফিরে এসেছে তাদেরকে হোম কোয়ান্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহসহ সব ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলররা প্রতিটি এলাকায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লিপলেট বিতরণ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর আলম দীন জয়নিউজকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আলাদাভাবে রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুলতানপুর ৩১শয্যা হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ডে ২৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

- Advertisement -islamibank

এখনো করোনাভাইরাসের জন্য প্রস্তুত রাখা আইসোলেশন ওয়ার্ডে কোনো রোগী ভর্তি হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM