করোনা: বাড়িভাড়া নিবে না ভবন মালিক

করোনার কারণে চলতি বছরের মার্চ মাসের বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন শিউলী হাবিব রাজধানীর জুরাইনে এক বাড়ির মালিক।

- Advertisement -

শনিবার (২১ মার্চ) ফেসবুকে পোস্ট দিয়ে তার বাড়ির সব ভাড়াটিয়ার ওই মাসের ভাড়া মওকুফের ঘোষণা দেন তিনি।

- Advertisement -google news follower

শিউলী হাবিব নিজের ফেসবুক স্ট‌্যাটাসে লিখেছেন, ‘করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এ দেশের একজন নাগরিক হিসেবে আমার বাড়ির সব ভাড়াটিয়াকে মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি মনে করি, বাংলাদেশের সব বাড়িওয়ালাকে এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এ অবস্থায় সব নাগরিককে ঘরে বসে করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

বাড়িভাড়া মওকুফ প্রসঙ্গে জানতে চাইলে শিউলী হাবিব বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে বাড়িভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, আমার ভাড়াটিয়াদের অনেকেই স্বল্প আয়ের মানুষ। তাদের উপার্জনের পথ প্র্রায় বন্ধ হয়ে গেছে। করোনা পরিস্থিতি যতদিন থাকবে প্রয়োজনে ততদিন বাড়িভাড়ার টাকা নেব না।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM