করোনা: মিরপুরের একটি ভবন নজরদারিতে

0

করোনার কারণে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানা এলাকায় উত্তর টোলারবাগের একটি ভবনে নজরদারি করছে পুলিশ। বাইরে থেকে ভবনটিতে কারো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে ভবনটির আশেপাশে যান চলাচল সীমিত করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ভবনের একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। এমনটি জানিয়ে তিনি বলেন, সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউ বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM