রোববার থেকে বিটিআইডিতে করোনা পরীক্ষা

0

করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় কিট চট্টগ্রামে পৌঁছাবে আগামীকাল রোববার (২২ মার্চ)। সেই দিন থেকে চট্টগ্রামে শুরু হবে করোনাভাইরাস পরীক্ষা।

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ‌্যান্ড ইনফেকশনস ডিজিজ (বিটিআইডি) হাসপাতালে এ পরীক্ষা করা হবে।

শনিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষায় বিটিআইডিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিটও আগামীকালের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাবে। করোনা রোগীদের জন্য একই হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কোনো রোগীকে আইসিইউতে রাখার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউকে প্রস্তুত রাখা হয়েছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো করোনা রোগী শনাক্ত হননি জানিয়ে সিভিল সার্জন বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ৮৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে সবাই তৎপর রয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM